বৃষ্টিতে মাদারীপুর পৌর শহরে জলাবদ্ধতা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা ২৪ ঘণ্টার ভারি বৃষ্টির কারণে মাদারীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পড়েছে শহরবাসী।জানা যায়, বৃষ্টির পানি জমে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল এলাকা, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে।
আরও পড়ুন…সিত্রাং: বাড়ি ফিরছে মানুষ,এক শিশুর প্রাণহানি,অর্ধশতাধিক ঘরবাড়ি বিধস্ত
এমনকি বাসা-বাড়িতে পানি ঢুকেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ শহরবাসীর। মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকার ইশরাত জাহান বলেন, একদিনের বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে গেছে। পৌরসভার নাগরিক হয়েও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইলিয়াস খোন্দকার ফিরোজ বলেন, পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে পানি নিষ্কাশনে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে দ্রুত পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।
ইবাংলা/জেএন/২৫ অক্টোবর ২০২২