কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ঠ পুরস্কার পেলেন এসআই দিপক

নোয়াখালী প্রতিনিধিঃ

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়।

২৯ অক্টোবর শনিবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী তে কমিউনিটি পুলিশিং ডে-র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মদক্ষতা ও কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ঠ পুরস্কার পেলেন চরজব্বর থানার এসআই দিপক চন্দ্র নাথ।

আরও পড়ুন…অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকদের হামলা

দিপক চন্দ্র দেবনাথ ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন, ২০২০ সালের ফেব্রæয়ারিতে দিপক চন্দ্র নাথ চরজব্বর থানার এসআই হিসেবে যোগদান করেন। সে থেকে তিনি সুবর্ণচর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সততার সহিত কাজ করে যাচ্ছেন, তিনি বলেন, আমি সত্যি গর্বিত আজ এ পুরস্কারের মধ্যে দিয়ে আমার প্রতি দায়ীত্ব আরো বেড়ে গেলো, কমিউনিটি পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বদা প্রস্তুত। আমি আমার এ অর্জন বাংলাদেশ পুলিশ বাহিনীকে উৎসর্গ করলাম।

এসআই দিপক চন্দ্র নাথ এ পুরস্কারের জন্য চরজব্বর থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএমসহ সকল সহকর্মীদের ধন্যবাদ জানান এবং সুস্থ্যতা এবং সততার সহিত ভবিষ্যৎতে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহŸান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান।

সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু, সুবর্ণচর উপজেলা শাখার কমিউনিটি পুলিশ সভাপতি মোঃ হানিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ও ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব প্রমুখ। এসময় নোয়াখালী কমিউনিটি পুলিশিংয়ের জেলা শ্রেষ্ঠ সদস্য হিসেবে সম্মানা স্মারক পান আমিনুল ইসলাম রাজিব।

আরও পড়ুন…সিপিসির নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যের প্রথম পরিদর্শন

সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে।

ইবাংলা/জেএন/২৯ অক্টোবর ২০২২

পুরস্কার পেলেন এসআই দিপক