ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন…হাতিয়াতে ৬ হরিণ শিকারী আটক

রোমান ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন। “ডেঙ্গু” লেখে পোস্ট করার মাত্র সাত ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। এর দুদিন আগে “জ্বর ১০৪/১০৫ আলহামদুলিল্লাহ” লিখে পোস্ট করেন। তার শারিরিক অবস্থা অবনতি হলে নড়াইল সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শেখ ফজলুল হক রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইলের নড়াগাতী। রোমান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ইবাংলা/জেএন/৩০ অক্টোবর ২০২২

ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু