কিছুটা আক্ষেপ, আর কিছুটা অতৃপ্তি নিয়েই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্ব শেষ হয়েছে। যেখানে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন অধরাই রয়ে গেছে বাংলাদেশের। তবুও রোমাঞ্চের বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন…স্ত্রী ও দুলাভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বামী
(সোমবার) রাত ১১টা ১০ মিনিটের দিকে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে টাইগাররা। অধিনায়ক সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন, সময় কাটাবেন পরিবারের সঙ্গে নিউইয়র্কে। দলের সঙ্গে দেশে ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন ঢাকায়। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে।
অ্যাডিলেডে স্থানীয় সময় সোমবার সকাল হতে না হতেই হোটেল ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া ছাড়েন তারা। দেশে ফিরে ক্রিকেটাররা কয়েকদিন সময় পাবেন বিশ্রামের। এরপরই শুরু হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।
ইবাংলা/জেএন/৭ নভেম্বর ২০২২