‘খেলা হবে’শ্লোগানের ব্যাখ্যায় যা বললেন ওবায়দুল কাদের সম্প্রতি বেশ কয়েকটি সমাবেশে বিএনপিকে হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বাড়াবাড়ি করলে ছাড় দেবো না ‘খেলা হবে’। যে শ্লোগানটি ইতোমধ্যে সংবাদমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শ্লোগানের ব্যাখ্যা তুলে ধরেন।তিনি বলেন এটা একটা পাবলিক হিউমার।রাস্তায় ফুল বিক্রি করে যে শিশু সেও আমার গাড়ি দেখলে বলে ‘খেলা হবে’।এটা মানুষ একসেপ্ট (গ্রহণ) করে ফেলেছে।
আরও পড়ুন…এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার লেনে চলবে গাড়ি কমবে ভোগান্তি
তিনি বলেন, ‘খেলা হবে’ কথাটা ভারতের নির্বাচনে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় শ্লোগান ছিল।মমতা ব্যানার্জিও বলেছে, নরেন্দ্র মোদিও বলেছে।তারা বক্তৃতা শুরু করেছেন ‘খেলা হবে’।সেখানে পুরো নির্বাচনটিই ডমিনেট করেছে খেলা হবে।
ওবায়দুল কাদের তার ব্যাখ্যায় বলেন, আমরা শ্লোগানটা দিচ্ছি অতীতে যারা বাংলাদেশে দুঃশাসন, লুটপাট, ক্ষমতার অপব্যবহার করেছে তা যেন আর না করে।খুনিদের পুরস্কৃত করা এসবের বিরুদ্ধে আমরা বলছি ‘খেলা হবে’।ওইকিপিডায় আছে সেখানেও আপনারা দেখুন ‘খেলা হবে’ আছে।এটা জনপ্রিয়, ব্যাঙ্গাত্মক কোন কিছু না।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আপনারা দেখুন রাজধানীর বাড্ডায় আমাদের কত বড় সমাবেশ হয়েছে। তারা এ পর্যন্ত বাড্ডার সমাবেশের সমান সমাবেশ করতে পারেনি।যতই কাঁথা বালিশ নিয়ে বসে যাক।বড় বড় পাতিলে খাবার তৈরি করুক।এগুলো করেও বাড্ডায় যে সমাবেশ করেছি বরিশাল ৬ জেলায় মিলেও তা করতে পারেনি।
ইবাংলা/জেএন/৯ নভেম্বর ২০২২