জেলায় দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ চলছে। জেলার ৬ উপজেলার ৬টি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত কার্যালয় এ কার্যক্রম পরিচালনা করছে। বুধবার( ৯ নভেম্বর) আমতলী উপজেলার মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…উপহারের দুটি কুকুর নিয়ে বিপাকে দ. কোরিয়া!
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকরণ বিতরণ করেন আমতলীর সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক মো. মাইনুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরগুনা জেলা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, ডাস্টবিন, পেন হোল্ডার, পানির পট, স্কেল, খাতা ইত্যাদি বিতরণ করা হয়। সূএ বাসস
ইবাংলা/জেএন/৯ নভেম্বর ২০২২