রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে চলতি সপ্তাহে যেকোনও সময় প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে। শুক্রবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক সূত্র বাংলা এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন…যুবলীগের মহাসমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দীর্ঘ ৬ বছর পর গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সপ্তাহ না যেতেই আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটি।
৫ নভেম্বর পর্যন্ত ছিল পদপ্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়। ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন। কেন্দ্র ঘোষিত তারিখ অনুসারে সম্মেলনের বাকি এক দিন। অথচ এখনও সম্মেলনের প্রস্তুতি শুরু করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। গঠন করা হয়নি সম্মেলন প্রস্তুত কমিটিও। ফলে সম্মেলন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা দেখা দিয়েছে।
সম্মেলন স্থগিত কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে আসবেন কি না এটা নিশ্চিত করেননি। তাই আমরা সম্মেলনের প্রস্তুতি নিতে পারিনি।
তবে শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী একাধিক নেতা জানান, স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন হোক তা চায় না। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সম্মেলনের পক্ষে নন।
আরও পড়ুন…গণসমাবেশের মাঠে জুমার নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা
তাই সম্মেলন স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের জানিয়েছেন। যেকোনো সময় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে। এজন্য তারা কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন।
ইবাংলা/জেএন/১১নভেম্বর ২০২২