রাজধানীতে প্রতারক চক্রের মূলহোতাসহ ৫ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী-চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে প্রতারণার ফাঁদ পেতে টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুর ও উত্তরা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ কবির প্রঃ মিজান উকিল (৪৭), ২। মোঃ পিটু খান (৫৪), ৩। মোঃ সাইফুল ইসলাম (২৭), ৪। কেয়া রহমান (৩০) এবং ৫। সাদিয়া ইসলাম মৌ (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১) ০৩ টি ব্রিফকেস, ২) ০১ টি লাগেজ, ৩) ৩৬ টি টাকা সাদৃশ্য বান্ডেল, ৪) ১২ টি মোবাইল ফোন ও ৫) ২০ টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভিকটিম মোঃ লুৎফুর রহমান (৫৫) বগুড়ার গ্রামের বাড়িতে বিল্ডিং নির্মাণকালে প্রতারক দলের ১ সদস্য তার নিকটে এসে ভালো মানের জমি ক্রয় করে দেয়ার অনুরোধ করে। কথাবার্তার একপর্যায়ে প্রতারক জানায় তার বস একজন শিল্পপতি, ঢাকায় তার বিশাল সম্পদসহ নিজস্ব বাড়ী, ফ্ল্যাট, ক্লিনিক, মিল-ফ্যাক্টরি আছে।

অভিনব কৌশলে ফাঁদ পেতে টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৫ প্রতারক গ্রেফতার। ছবি- ইবাংলা

 

তার বস বগুড়াতে একটি ভালো মানের ক্লিনিক নির্মাণ করতে চায়। এ বিষয়ে প্রতারকের বসসহ তাকে সাহায্য করতে বারবার অনুরোধ করে ভিকটিমের মোবাইল নাম্বার নিয়ে ঢাকায় চলে যায়। পরবর্তীতে প্রতারকদের সাথে মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে ভিকটিমের বন্ধুত্ব তৈরি হয়।

পরের দিন ভিকটিম প্রতারকদের প্রলোভনে আকৃষ্ট হয়ে ঢাকায় আসে। প্রতারকরা ভিকটিমকে অতি খাতির যত্নে আপ্যায়ন করে এবং ক্লিনিক ব্যবসায় অতি অল্প সময়ে অধিক লাভের কথা বলে ১ কোটি টাকা বিনিয়োগ করতে প্রলুদ্ধ করে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে।

ব্যবসায়ের চুক্তি মোতাবেক ভিকটিম ২৩/অক্টোবর ৫ লাখ টাকা প্রদান করে। অবশিষ্ট টাকা ভিকটিম তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ করে প্রতারকদের হাতে তুলে দেয়। পরবর্তীতে ভিকটিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে। উক্ত মামলাটি তদন্তকালে উপরোক্ত ৫ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারকরা পারষ্পরিক যোগসাজসে ক্লিনিক, মোবাইল টাওয়ার, শিল্প-কারখানা স্থাপন, ব্যবসার নাম করে অভিনব কৌশলে প্রতারণার ফাঁদ পেতে টার্গেটকৃত ব্যক্তির টাকা আত্মসাৎ করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, এর দিকনির্দেশনায় ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী-চুরি প্রতিরোধ টিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ইবাংলা/টিএইচকে

৫ প্রতারকগ্রেফতারমূলহোতাসহ