১১ নভেম্বর চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কম্বোডিয়ার নমপেনে রাজকীয় প্রাসাদে কম্বোডিয়ার রাজা নরোদম শিহামনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
লি খ্য ছিয়াং বলেন, চীন-কম্বোডিয়া ঐতিহ্যিক মৈত্রীর উত্তরাধিকারে কম্বোডিয়ার রাজ পরিবারের অবদানের উচ্চ মূল্যায়ন করে চীন। কম্বোডিয়ার অর্থনীতি ও জীবিকার উন্নয়নে যথাসাধ্য সাহায্য দিতে চায় বেইজিং।
আরও পড়ুন…ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৯১৮ রোগী হাসপাতালে, মৃত্যু দুইশ ছুঁইছুঁই
লি খ্য ছিয়াং বলেন, আসন্ন পূর্ব এশিয়া সহযোগিতা-বিষয়ক ধারাবাহিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নানা পক্ষের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে, অর্থনীতির প্রবৃদ্ধি, গঠনমূলক সংলাপে ও নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোদার করতে চায় চীন।
তিনি বলেন, প্রাচ্যের দেশগুলো ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করে একসাথে উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলার ইতিবাচক সংকেত পাঠাবে। সূত্র: শিশির,সিএমজি
ইবাংলা/জেএন/১২নভেম্বর ২০২২