বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ওমান প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ দেয়া ও সচেতনতা বাড়াতে ওমানের বাঙালি অধ্যুষিত এলাকা সোহারে একটি হোটেলে প্রবাসীদেরকে নিয়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…সাশ্রয়ী দামের বীজ বপন যন্ত্র উদ্ভাবন করল ব্রি
বাংলাদেশ দূতাবাস মাসকট এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ আয়োজনে এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক।
মোঃ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাসকাটের প্রথম সচিব (পাসপোর্ট) রৌশন আরা পলি। বিশেষ অতিথি ছিলেন মোঃ মোস্তফা কামাল পাশা এবং গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী।
বক্তব্য দেন শাহাবুদ্দিন, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি আজিমুল হক বাবুল, কামরুজ্জামান, ডাক্তার সাদী, ব্যবসায়ী আবু তৈয়ব, মোঃ মিজান, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সেলিম উদ্দিন।
বক্তারা বৈধ পথে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা উপকারিতা, গুরুত্ব এবং অবৈধ পথে টাকা পাঠালে অপকারিতা ও ক্ষতিগুলো তুলে ধরেন। বাংলাদেশি যারা ওমানে হুন্ডি ব্যবসা করেন তাদেরকে হুঁশিয়ারি দেয়া হয়।
ইবাংলা/জেএন/১২নভেম্বর ২০২২