নায়িকা পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন র‌্যাব কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন র‌্যাবের উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা কামাল। এই সাক্ষ্য নিয়ে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৫ ডিসেম্বর ঠিক করেছেন।

আরও পড়ুন…প্রত্যেক মুসলমানের জন্য হজ ফরজ, হজে দোয়া করলেই কি কবুল হয়

সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তিনি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন সাক্ষ্য গ্রহণ শুনানির সময় মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে পরীর পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়। ৫ আগস্ট বনানী থানায় পরীর বিরুদ্ধে মামলা করেন র‌্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। ওই বছরের ৩১ আগস্ট নায়িকার জামিন মঞ্জুর করেন আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন পরীমণি।

ইবাংলা/জেএন/১৪ নভেম্বর ২০২২

সাক্ষ্য দিলেন র‌্যাব কর্মকর্তা