রায়েরবাজার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে অভিযান পরিচালনা করে প্রায় ১০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৫ নভেম্বর) ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
আরও পড়ুন…মহামারি করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জানান, প্রথমবার ২০০৬ সাল ও দ্বিতীয়বার ২০১৯ সালে পরিত্যক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ দ্বিতীয় তলায় অনুমোদনহীন বর্ধিত অংশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র্যাম্পটি ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিলামের মাধ্যমে পুরনো রড ও কয়েকটি শেড ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত ভবনটিতে ডিএনসিসির পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সম্বলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/১৫ নভেম্বর ২০২২