বাসে অগ্নিসংযোগ: ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন…দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আসামিরা হলেন, মো. শহীদ বেপারী, মো. স্বপন রেজা, মো. নাঈম হাসান মীর, আলাউদ্দিন প্রকাশ সিফাত, মো. হৃদয় হাসান পারভেজ, মো. মনির হোসেন, ওবায়দুল ইসলাম ও সোহরাব হোসেন। এদের মধ্যে পলাতক সোহরাবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় একাধিক বাসে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ইবাংলা/জেএন/১৬ নভেম্বর ২০২২

৮ আসামির বিরুদ্ধে চার্জশিট