বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সম্পন্ন হয়েছে। আবারও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি ও মো. জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুকে নির্বাচিত করা হয়েছে।
বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বরগুনা সার্কিট হাউজ মাঠে সভা শুরু হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর।
আরও পড়ুন…গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু।
বিকাল সাড়ে ৩টায় বরগুনা সার্কিট হাউস হলরুমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।
প্রথমে তিনি জেলা কমিটি ভেঙে দেন। এরপর সভাপতি পদের জন্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপিকে সভাপতি পদে নাম ঘোষণা করেন। ওই প্রস্তাব মজিবুল হক কিসলু সমর্থন করেন। অন্য কোনো প্রস্তাব না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শম্ভু সভাপতি নির্বাচিত হন।
পরে রইসুল আলম রিপন সাধারণ সম্পাদক পদের জন্য মো. জাহাঙ্গীর কবীরের নাম প্রস্তাব করেন। প্রস্তাবে জাবির হোসেন সমর্থন করেন। একই সঙ্গে গোলাম সরোয়ার টুকু, আব্বাস হোসেন মন্টু মোল্লা ও কামরুল আহসান মহারাজ সাধারণ সম্পাদক পদে নিজ নিজ নাম প্রস্তাব করেন।
পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার মাধ্যমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি, মো. জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম সরোয়ার টুকুর নাম ঘোষণা করেন।
আরও পড়ুন…৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক
নবাগত সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে ত্যাগী নেতাদের নিয়ে ৭১ সদস্যের কমিটি করব। যারা দলের জন্য নিবেদিত তারাই জেলা কমিটিতে স্থান পাবেন।
ইবাংলা/জেএন/১৭ নভেম্বর ২০২২