চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, স্থানীয় সময় ১৭ নভেম্বর বিকালে, বিশেষ বিমানযোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছান। বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে স্বাগত জানান থাইপ্রধানমন্ত্রী প্রায়ুথচ্যান-ও-চাও তাঁর স্ত্রী। থাইল্যান্ডে প্রবাসী চীনাদের প্রতিনিধিরাও বিমানবন্দরে দু’দেশের জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন।
সি চিন পিংকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেল পর্যন্ত রাস্তায় চীনা ও থাইভাষায় বড় বড় স্ক্রিনে ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্টলেডি ডঃ ফেং লি ইউয়ানকে স্বাগত’ কথাগুলো লেখা ছিল।
প্রেসিডেন্ট সি ব্যাংককে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠেয়, এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সূত্র: শুয়েই ফেই ফেই, সিএমজি।
ইবাংলা/জেএন/১৮ নভেম্বর ২০২২