নড়াইলের ঐতিহ্যবাহি নন্দনকানন শিশু-কিশোর বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’র আয়োজনে নবান্ন উৎসব হয়েছে। নড়াইল শহরের ধোপাখোলায় নন্দনকানন-এ শনিবার (১৯ নভেম্বর) এ উপলক্ষে দিনব্যাপি পীঠা উৎসব শেষে সন্ধ্যায় লোক নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশেষ পরিবেশনায় ছিলেন খুলনা বেতারের বিশিষ্ট যন্ত্রশিল্পী সুরকার ও গীতিকার গুরুপদ গুপ্ত।
আরও পড়ুন…নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪
সন্ধ্যায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দনকানন এর সভাপতি বিশিষ্ট সাহিত্যক সুভাষ বিশ্বাস। বক্তব্য দেন নন্দনকানন এর অন্যতম কর্ণধর ও বিশিষ্ট ডাঃ মারা রানী বিশ্বাস, সহকারি অধ্যাপক গোপাল বিশ্বাস, বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষক সমীর বৈরাগী।
চিত্রশিল্পী সমীর মজুমদার,সাংস্কৃতি কর্মী মলয় কুন্ডু,সৌরভ ব্যানার্জী প্রমুখ। ডাঃ মারা রানী বিশ্বাস বক্তব্যে বলেন,গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য নবান্ন উৎসব। বাংলার ঘরে ঘরে এ সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা হয়।
ইবাংলা/জেএন/২০ নভেম্বর ২০২২