না ফেরার দেশে চলে গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

আন্তজাতিক ডেস্ক

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ৬৪ বছর বয়সী ভ্লাদিমির মেকি মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার দুইদিন আগে তিনি মারা যান। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার বরাত দিয়ে এ তথ্য জানায় ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। ভ্লাদিমির মেকি এই সপ্তাহের শুরুতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) একটি সভায় অংশ নিয়েছিলেন। এটি সোভিয়েত পরবর্তী কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট।

আরও পড়ুন…মেয়েকে মাদরাসায় নিচ্ছিলেন মা-বাবা, বাসের ধাক্কায় মারা গেলেন ৩ জনই

সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ভ্লাদিমির মেকির দেখা করার কথা ছিল। ২০২০ সালে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন এবং সরকার বিরোধী গণবিক্ষোভের আগে মেকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে বেলারুশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এবং রাশিয়ার সমালোচনাও করেছিলেন তিনি।

কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার পর হঠাৎ করেই অবস্থান পরিবর্তন করেন তিনি। এ সময় তিনি বিক্ষোভকারীদের পশ্চিমের দালালদের দ্বারা অনুপ্রাণিত বলে অভিহিত করেন। বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।

ইবাংলা/জেএন/২৭ নভেম্বর ২০২২

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী