বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে মহিলা সমাবেশ

জেলা প্রতিনিধি

জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জেলার প্রত্যন্ত অঞ্চল ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার সকালে এক মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার।

জেলা তথ্য অফিস জানায়, বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রচারাভিযানের অংশ হিসেবে মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগসহ নানা উন্নয়ন কর্মসসূচিও ভিশন ২০৪১ পরিকল্পনা তুলে ধরা হয় মহিলা সমাবেশে।

আরও পড়ুন…ব্যাংকে জনগণের টাকা ব্যাংক কাদের ঋণ দিচ্ছে জনগণের জানার অধিকার আছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান (শামীম)। জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার খাজা গোলাম মওদুদ, মামুদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আইরিন নাহার শিল্পী প্রমূখ।

জেলা তথ্য অফিস আরও জানায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ প্রচার করা হচ্ছে।

এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইবাংলা/জেএন/০১ডিসেম্বর ২০২২

চেতনায় দেশ গড়তে মহিলা সমাবেশ