ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জবির আল আবির

জবি প্রতিনিধি

 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আল আবির। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
আল আবিরের জন্ম ঢাকা মহানগর উত্তর এর মিরপুরে। ঠাকুরগাঁও সদর উপজেলার মোঃ দবিরুল ইসলাম এবং আঞ্জুমান আরা এর বড় ছেলে আল আবির।

স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন আল আবির। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি হন।
কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়ে আল আবির বলেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন হচ্ছে ছাত্রলীগ তাই ছাত্রলীগের এক জন কর্মী হওয়া অনেক গৌরবের। এখন দায়িত্বটা বেড়ে গেল। আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় দেশরত্ন শেখ হাসিনা আপা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার কাছে দোয়া চাই, আমাকে যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি। শিক্ষা শান্তি প্রগতি আদর্শ কে ধারণ করে শিক্ষার্থীদের যে কোন যৌক্তিক অধিকার আদায়ে শেষ পর্যন্ত সংগ্রামের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আল আবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জবি ছাত্রলীগ