বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হলেন ফকর উদ্দিন মানিক

জবি প্রতিনিধি

 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের উপ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিবার্চিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা ফকর উদ্দিন মানিক।

ইতোপূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১০ সংসদীয় আসনে সমন্নয়ক ছিলেন। এর পূর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে তার ছিলো তার দৃপ্ত পদচারণ।

বিভিন্ন সংকটকালীন সময়ে ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী হিসেবে তার ছিলো দৃপ্ত পদচারণা। ২০১০ সালের শুরু থেকে প্রায় ১২ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী মানিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে ছাত্রলীগের ইতিবাচক কাজের অন্যতম ব্রান্ড এম্বাসেডর।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব-নির্বাচিত উপ – তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফকর উদ্দিন মানিক বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সর্বদা মানুষের পাশে থাকাই হোক ছাত্রলীগের একজন কর্মীর আদর্শ । পদ না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার বড় পরিচয়। মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের ন্যায় সর্বদা জাতির ক্রান্তিলগ্নে কাজ করার প্রতিজ্ঞা হোক ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর।

ছাত্রলীগ