ভারত গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ‘জি-২০’ গ্রুপের সভাপতিত্ব গ্রহণ করেছে। রোববার (৪ ডিসেম্বর) এক টুইটে ভারতকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তবে শুধু অভিনন্দনই নয়, ম্যাক্রো উচ্ছ্বসিত যে ভারত ‘জি-২০’ গ্রুপের দেশগুলোর সভাপতি। তিনি জানিয়ে দিলেন, ফ্রান্স ভারতকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
আরও পড়ুন…বনায়নে উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর ও বন পুনরুদ্ধার-সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ফ্রান্সের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক, কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত পর্যায়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ম্যাক্রোর ভালো সম্পর্ক রয়েছে। সেই ভালো সম্পর্কের প্রতিফলন দেখা গেল রোববার।
এক টুইটে মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে তিনি বিশ্বের কাছে আবেদন করেছেন, ‘আমার বন্ধু মোদীর প্রতি বিশ্বাস রাখুন’। ম্যাক্রো তার আস্থার কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘মোদি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারবেন।’
ভারত ‘জি-২০ এর সভাপতি হওয়ার পর এ দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন আগেই জানিয়েছিলেন, ভারত যেকোনো প্রয়োজনে ফ্রান্সের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২ ডিসেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে জানিয়েছিলেন, ভারতকে পূর্ণ সহযোগিতা দেবে ওয়াশিংটন।
ইবাংলা/জেএন/৪ ডিসেম্বর, ২০২২