এক হই! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ডিসেম্বর বুধবার সকালে মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামে গারো নারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আচিক মিচিক সোসাইটি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…সরকারের রাজস্ব আয় থেকে বঞ্চিত সাড়ে ৬ কোটি টাকা
উইমেন্স ফান্ড এশিয়া, বাদাবন সংগঠন ও আচিক মিচিক সোসাইটি যৌথ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন, ইউপি সদস্য মাসুদা বেগম।
ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মার্জিনা চিসিম, আচিক মিচিক সোসাইটির কো-অর্ডিনেটর রুমঝুম বর্ষা মৃ, অটিজম বিদ্যালয়ের শিক্ষক আল্পনা রিছিল ও কোচ নেত্রী কাজলি বর্মন প্রমূখ। মানববন্ধনে স্থানীয় গারো, কোচ, বর্মন সম্প্রদায়ের নারী, শিশু, কিশোরীরা অংশগ্রহণ করেন।
ইবাংলা/জেএন/৭ ডিসেম্বর, ২০২২