চীনে চিয়াং জে মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ: শোকসভায় সি চিন পিং

আন্তর্জাতিক ডেস্ক

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনের জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণ-পরামর্শ সম্মেলন, সিপিসি’র কেন্দ্রীয় সামরিক কমিশন বেইজিংয়ে গণ-মহাভবনে চিয়াং জে মিনের স্মরণে আড়ম্বরপূর্ণশোকসভার আয়োজন করেছে।প্রেসিডেন্ট সি চিন পিংওলি খ্য ছিয়াং-সহঅন্য নেতারা এতে উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন জাতির মানুষ চিয়াং জে মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবারগোটা চীনে পতাকা অর্ধনমিত রাখা হয়, সব গণ-বিনোদনের স্থান বন্ধছিল।সকাল দশটায় শোকসভা শুরু হয়। সবাই ৩ মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুন…ইবির আল-ফিকহ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

শোকসভায় ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং জে মিনের সারা জীবনের সফলতার ভূয়সী মূল্যায়ন করে বলেন, কমরেড চিয়াং জে মিন চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু মোকাবিলা করেছেন, রাজনীতি, অর্থনীতি ও প্রাকৃতিক দুর্যোগখাতের নানা কঠিন সমস্যা ও ঝুঁকি প্রতিরোধ করেছেন। বিশেষ করে চীনকে নেতৃত্ব দিয়ে সফলভাবে এশিয়ার আর্থিক সংকট রুখে দিয়েছেন। তিনি ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা প্রতিরোধ করেছিলেন।

জনাব সি বলেন, চিয়াং জে মিনের মৃত্যু সিপিসি, গণ-মুক্তিফৌজ এবং চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি দুঃখকে শক্তিতে পরিণত করা, চিয়াং জে মিনের অন্তিম ইচ্ছা লালন করা এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অব্যাহত এগিয়ে যাওয়ারআহ্বান জানিয়েছে।

সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি হল সিপিসি ও জনগণের কাজ সামনে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা। চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথ হল বর্তমানে চীনকে উন্নয়নের নেতৃত্ব দেওয়ার সঠিক পথ। জনগণ হল সিপিসি ও দেশের ভবিষ্যত নির্ধারণ করার মূল শক্তি। নতুন যাত্রায় আমাদের উচিত জনগণকে কেন্দ্র করে ভালোভাবে জনগণের সেবা করা এবং চীনাদের অভিন্নভাবে ধনীহওয়া বাস্তবায়ন করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, সংস্কার-কাজ বর্তমান চীনের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়ন বিশ্বকে ছাড়া হবে না, আর বিশ্বের সমৃদ্ধির জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। নতুন যাত্রায় চীন শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং উভয় কল্যাণের ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং বিশ্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে।

সবশেষে সি চিন পিং বলেন, চিয়াং জে মিন চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিলেওতাঁর অবদান, তাঁর চিন্তাধারা ইতিহাসে লেখা থাকবে এবং চীনাদের মনে থাকবে।

ইবাংলা/জেএন/৭ ডিসেম্বর, ২০২২

শোকসভায় সি চিন পিং