মেলোনির বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। এ সময় ৫৭ বছরের এক ব্যক্তি গুলি চালালে নিকোলেটাসহ তিন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, ওই হামলাকারী ক্যাফেতে প্রবেশ করে দরজা লাগিয়ে চিৎকার করে বলে, ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব।’ এরপর গুলিবর্ষণ শুরু করে।

এদিকে বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। আমি তোমাকে ভালোবাসি।’

ইবাংলা/টিএইচকে