কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশ মরক্কো। বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে পা রাখে ফ্রান্স। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় মরক্কো।
আরও পড়ুন…গর্ভাবস্থায় যে কারণে নেবেন দাঁতের যত্ন, কীভাবে নেবেন?
মরক্কোর বিপক্ষে ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওটকে ছাড়ায় সেমিফাইনালে মাঠে নামছে দিদিয়ের দেশমের দল। তাদের পরিবর্তে মাঠে নামছে ইব্রাহিম কোনাটে এবং ফোফানা।
অন্যদিকে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামছে মরক্কো। এই ম্যাচে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে ফ্রান্স। আর মরক্কো মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে।
ফ্রান্স একাদশ: হুগো লোরিস (গোলরক্ষক), কুন্ডে, ইব্রাহিম কোনাটে, ভারান, হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পীয়।
মরক্কোর একাদশ: ইয়াসিন বোনো (গোলরক্ষক), রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।
ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২