আগেই বলা হয়েছে একজন লেখকের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কাগজ’। একজন লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন সেটা ছবিটির মূল উপজীব্য। বৃহস্পতিবার প্রকাশ হলো ছবিটির ট্রেলার। প্রায় তিন মিনিটের ওই ট্রেলারেও দেখা গেল বিষয়টি। একই সঙ্গে গল্পে থ্রিলার-রোমান্টিকতারও ছাপ পাওয়া গেলো।
এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন , আইরিন সুলতানা ও মাইমুনা মম। যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে।
আরও পড়ুন…ইবাংলার সম্পাদক ইস্রাফিলকে ফের হত্যার হুমকি
পরিচালকের ভাষ্য, যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে কাগজ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি।
এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আসছে ২৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’
‘কাগজ’ মূলত মাইমনু মমর প্রথম ছবি। এর আগে মোশারফ করিম, মিশু সাব্বির, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীর অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। দীপুর সংসার, ডার্ক রোস্টেড কফি, অবশেষে এখন, লাভ ইন লক ডাউন, রাশি খারাপ, আদর্শ বড়ভাই, কর্তব্যবিমূঢ় নাটকেও দেখা গেছে তাকে।
চলচ্চিত্রটি নিয়ে মম বলেন, ‘আমার তৃতীয় চলচ্চিত্র এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটিগতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। আর যেই থ্রিলার ঘরনার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।’
ছবিটিতে আইরিনকে দেখা যাবে রেনু চরিত্রে। তিনি বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে ছবিটি। ছবি দর্শকরা পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী। নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন।
ইবাংলা/জেএন/১৬ ডিসেম্বর, ২০২২