দিনাজপুরের হিলিতে বিশ্বকাপ জয়ের আশায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেছে। সে সময় সমর্থকদের কণ্ঠে আর্জেন্টিনার শ্লোগান, গায়ে জার্সি ও হাতে বিশাল পতাকা নিয়ে দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে বাংলাহিলি খাদ্য গুদাম মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
আরও পড়ুন…নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জানা গেছে, রোববার রাত ৯টায় কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে খেলা নিয়ে উত্তেজনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে। ফলে শহর থেকে গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উল্লাসে ও সাজ-সাজ রব ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনার সমর্থক ইনামুল হক জানান, আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলায় যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় সে জন্য আমরা আর্জেন্টিনার সাফল্য ও জয় কামনা করে এলাকায় আনন্দ শোভাযাত্রা করেছি। এছাড়া ক্যাপ্টেন লিওনেল মেসি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়বেন এই প্রত্যাশা করছি।
ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২