চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হারলো টাইগাররা

ক্রীড়াঙ্গন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান। সাকিব-মিরাজের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু বেশিসময় ক্রিজে টিকতে পারেননি মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাকিবকেও।

আরও পড়ুন…হাঁড় কাঁপানো শীত আসছে ২৩ ডিসেম্বর থেকে

চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হতো বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান ১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।

ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪টি ও কুলদীপ যাদব ৩টি উইকেট নেন। টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো বাংলাদেশ। আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২

১৮৮ রানে হারলো টাইগাররা