হাতিয়াতে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পেটের ব্যথা সইতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত মো.শাহাবুদ্দিন (৫০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন…স্বাস্থ্যের অর্জনগুলোকেই ম্লান করে দিচ্ছে অসংক্রামক রোগ

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করে শাহাবুদ্দিন।পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২

ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা