ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪০৪ জন। এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে জন্য তিন প্যানেলের মোট ৪৫জন এবং একজন সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট গ্রহণ সম্পন্ন হলে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সাধারণ সভায় ২৭৩ জন স্বাক্ষর করেছে অর্থাৎ এ ২৭৪ জনকেই উপস্থিতি ধরে নিতে পারি।
আরও পড়ুন…মধুপুর শহীদ স্মৃতির সুবর্ণ জয়ন্তীর এ্যালামনাই এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
এছাড়া, শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, বর্তমান কমিটি ২০২২ তেশরা জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে এবং দায়িত্ব নেই।
বর্তমান কমিটি ও সাধারণ সভা ও ২১টা কার্যত শিক্ষক সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে বারগানিং করি। আপনাদের সর্বাত্মক সহযোগিতায় প্রতিবার দাবিদার আদায় করা চেষ্টা করেছি। এজন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ভোট গণনা শেষে রাতের মধ্যে ফল প্রকাশ করা হবে।
ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২