পৌষের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। রাজধানীতেও অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি কুয়াশা দেখা গেছে। ঘন কুয়াশার চাদরে দৃষ্টি আটকে যায় কয়েক হাত দূরেই।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি, বসিলা, নিউমার্কেট, সংসদ ভবন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাবি, দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।
শীতের আমেজ আসলেও শহুরে জীবনে থেমে নেই কর্মজীবী মানুষের চলাফেরা। ঘন কুয়াশায় যান চলাচলে ধীরগতি হওয়ায় বাড়তে থাকে গাড়ির চাপ আর যানজট।
তবে এ অবস্থায় স্বল্পআয়ের মানুষেরা কিছুটা অসুবিধায় পড়ছেন। শ্রমজীবীদের শীতে কাজ করতে কষ্ট হচ্ছে। রিকশা চালাতে গিয়ে নাক-মুখ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ে। পরে শ্বাসকষ্ট দেখা দেয়। বিশেষ করে রাতে যারা ফুটপাতে রিকশা-ভ্যানেই ঘুমান তাদের বেশি সমস্যা হয়। এমনটাই জানা গেলো বিভিন্ন শ্রমজীবীদের সঙ্গে কথা বলে।
এদিকে, শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একইসঙ্গে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ইবাংলা/টিএইচকে