মধুপুরে তথ্য মেলা অনুষ্ঠিত

হাবিবুর রহমান,মধুপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের মধুপুরে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসন ও মধুপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভঅবে এ মেলার আয়োজন করে। সকালে মেলার উদ্ধোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকাররী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সনাক মধুপুরের সভাপতি বজলুর রশীদ খান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, টিআইবির কো-অর্ডিনেটর মহান উল হক ও এরিয়া ম্যানেজার জিনিয়া গেøারিয়া ¤্রং প্রমুখ।

আরও পড়ুন…ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিকেলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

তথ্য মেলায় অংশ গ্রহণকারিদের প্রতিষ্ঠানের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ৩২টি স্টল বসে ছিল। পরে বিকেলে কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

ইবাংলা/জেএন/১৯ ডিসেম্বর, ২০২২

মধুপুরে তথ্য মেলা অনুষ্ঠিত