বীরোচিত সংবর্ধনায় বরণ করলো মরক্কো ফুটবলারদের

ক্রীড়াঙ্গন ডেস্ক

বীরোচিত সংবর্ধনায় কাতার বিশ্বকাপে সবচেয়ে চমক দেখানো মরক্কো ফুটবল দল দেশে ফিরেছে। গ্রুপ পর্বের বাধা পেরোনোই প্রাথমিক লক্ষ্য ছিল দলটির জন্য। কিন্তু আশরাফ হাকিমি-ইয়াসিন বুনুদের অবিশ্বাস্য পারফরম্যান্সে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে গেলো।

আরও পড়ুন…বীরোচিত সংবর্ধনা দিচ্ছে বিশ্বকাপ জয়ী মেসির দলকে

সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় তাদের। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে চতুর্থ হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে তারা। নিজেদের ইতিহাসে সেরা অর্জন করায় মরক্কোর ফুটবলারদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে দেশটির জনগণ।

মরক্কোর রাজধানী রাবাতে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করে দ্য অ্যাটলাস লায়ন্সরা। এ সময় দলের জার্সি পরে এবং পতাকা হাতে রাস্তার দুপাশে জড়ো হন দেশটির ফুটবল সমর্থকরা। তীব্র শীত উপেক্ষা করে হাকিমি-বুনুদের এক নজর দেখার জন্য রাস্তা ছাপিয়ে অলিগলিতে অবস্থান নেন অনেক সমর্থক। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আট হাজার পুলিশ মোতায়েন করা হয় রাজধানীতে।

কাতার বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিল মরক্কো। বিশ্বকাপে অপেক্ষাকৃত শক্তিশালী বেলজিয়াম-ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছিল তারা। নকআউট পর্বে স্পেন এবং শেষ ষোলোতে পর্তুগালকে বিদায় করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে মরক্কো। ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা।

ইবাংলা/টিএইচকে