নাইক্ষ্যংছড়িতে এ যাবৎ কালে সর্বোচ্চ নিলাম

নাইক্ষংছড়ি বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক জব্দ করা ৪২টি গরু-মহিষের নিলাম সর্বোচ্চ রেকর্ড করে শেষ হয়েছে। শনিবার (২৪ডিসেম্বর) দুপুরে নিলাম শুরু হয় নাইক্ষংছড়ি সরকারি বিজিবি স্কুল মাঠে। সকাল থেকেই বান্দরবান জেলার পার্শ্ববর্তী কক্সবাজার ,চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন ব্যবসায়ী এই নিলামে অংশগ্রহণ করার জন্য আসে।

আরও পড়ুন…গানে গানে সঞ্জীবকে স্মরণ করবে ভক্তরা

৪২ টি গরু ও মহিষের মধ্যে আটটি হচ্ছে ছোট সাইজের মহিষ এবং ১০ থেকে ১২ টি বড় গরু আর কতগুলো মাঝারি ধরনের গরু ছিল। সর্বোচ্চ ডাকে কুমিল্লার ব্যবসায়ী রহিম উদ্দিন এই গরু-মহিষ গুলো নিলামে পায়। যার নিলাম ডাক হয়েছে ৩৪ লক্ষ ৯২ হাজার ১০০ টাকা এবং সিজার মূল্য হয় ৪১ লক্ষ ৩ হাজার ২১৭ টাকা । প্রতিটি গরুর মূল্য পড়েছে ৯৭হাজার ৬৯০ টাকা, তা এ যাবৎ কালে সর্বোচ্চ নিলাম বলে অন্যান্য নিলামকারি অভিমত প্রকাশ করেন।

এই নিলামে অংশগ্রহণ করেন ৫৪জন। প্রত্যেকজন ৭লক্ষ টাকা জমা দিয়ে এই নিলামে অংশগ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই নিলামে সরকারের কোষাগারে টাকা বেশি গেলেও যিনি এত বেশি ডাকে গবাদিপশুগুলো নিয়েছে তাঁর ক্ষতি হবে কমপক্ষে ৫-৬লক্ষ টাকা।

ইবাংলা/জেএন/২৫ডিসেম্বর, ২০২২

এ যাবৎ কালে সর্বোচ্চ নিলাম