বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমববার (২৬ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন…নড়াইলে ২ গরুচোরকে পিটিয়ে হত্যা
ফাইনালে প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জেতে বাংলাদেশ। তবে পরের দুই সেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেট ২৫-১৫ ও তৃতীয় সেট ২৫-২২ সেটে হেরে যায় বাংলাদেশ। তবে চতুর্থ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-১৯ পয়েন্টে জিতে সমতা আনে বাংলাদেশ। পঞ্চম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ও কিরগিজস্তান। তবে শেষ পর্যন্ত ১৮-১৬ পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এই জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে শ্রীলঙ্কা।
ইবাংলা/জেএন/২৬ ডিসেম্বর, ২০২২