বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে উবারের ক্রমাগত উন্নতির চিত্র উঠে এসেছে।
২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করা, রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় সেফটি স্ট্যান্ডার্ড স্থাপন করা, দেশের আটটি বিভাগের প্রতিটিতে সার্ভিস চালু করা এবং মহামারি সংকট মোকাবিলায় উবারের সহায়তা— এসব বিষয়গুলো এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে-
১. ২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করেছে উবার, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। শব্দ এই সমান দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ১৩ বছর ১০ মাস যেখানে উবারের প্রয়োজন হয়েছে মাত্র ১ বছর।
২. বাংলাদেশে এ বছর উবারের সার্ভিস বিস্তৃত হয়ে ৮টি বিভাগের ২০টি শহরে পৌঁছে গেছে।
৩. ২০২২ সালে এ দেশের ব্যস্ততম শহর ছিল ঢাকা। এ শহরে সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ (রাত ১০টা-সকাল ৬টা) এবং অফিস আওয়ার ট্রিপ (সকাল ৭টা-১১টা এবং বিকাল ৪টা-রাত ৮টা) হয়েছে।
৪. বাংলাদেশের যাত্রীরা দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি ট্রিপ বুক করেছেন।
৫. একদিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে ৯ সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার।
৬. একইভাবে, ২০২২ সালে ট্রিপ বুক করার জন্য সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিনটি ছিল শুক্রবার।
৭. ট্রিপ বুকের ক্ষেত্রে এ বছরের সবচেয়ে জনপ্রিয় মাস ছিল অক্টোবর।
৮. ২০২২ সালে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণেরও আয়োজন করে উবার।
ইবাংলা/জেএন/২৭ ডিসেম্বর, ২০২২