কোটালীপাড়ায় যাচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাবেন । সেখানে তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

আরও পড়ুন…ঘন কুয়াশায় উত্তরবঙ্গগামী মহাসড়কে তীব্র যানজট

মাঠ পরিদর্শনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দিনের সফরে আগামী ৬ জানুয়ারি টুঙ্গিপাড়ায় আসবেন। এই ২ দিনের সফরের যে কোনো দিন (৬ অথবা ৭ জানুয়ারি) তিনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ-খবর নিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন পরে কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনের সংবাদ শুনে নেতা-কর্মীরা আনন্দিত। এখানে এসে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইত্যেমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২

কোটালীপাড়ায় যাচ্ছেন শেখ হাসিনা