সন্তানের বন্ধুদেরও চেনা জরুরি তাই কয়েকটি বিষয় জেনে নিন

লাইফস্টাইল

সন্তান বেড়ে উঠবে এবং সেজন্য বন্ধুত্বের সম্পর্ক তার সামাজিকীকরণকে আরও সুদৃঢ় করবে। পরিবারের বাইরে তার চিরচেনা গণ্ডিই হবে তার বন্ধুমহল। বয়সের বিভিন্ন সময়ে বন্ধুদের আনাগোনা তার জীবনের অনেককিছুকে রূপ দেয়। আধুনিক সময়ে প্যারেন্টিং এর উদ্দেশ্য সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা। সেজন্য সন্তানের বন্ধুদেরকেও চেনা জরুরি। সেটা কেন? কয়েকটি বিষয় জেনে নিন।

আরও পড়ুন…বিএনপির উপদেষ্টার পদ ছাড়লেন সাত্তার ভূঁইয়া

একটু বড় হয়ে গেলে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হলে আপনার চোখে স্পষ্ট হবেই। তখন অভিভাবকরা কিছু না বুঝেই সমাধানে ঢুকার চেষ্টা করেন। অনেক সময় সন্তানের ঐ বন্ধুকে তারা না জেনেই কিছু বাজে কথা বলে ফেলেন। এমনটা করা উচিত নয়। সন্তানকে এই সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা দেওয়ার জন্য বন্ধুমহলের সঙ্গে পরিচয় থাকা জরুরি। এভাবে আপনি সহজেই তাদের সমস্যার ব্যাপারে ধারণা পেয়ে যাবেন।

বাবা-মা দুজনই আজকাল অফিসের কাজে ব্যস্ত থাকেন। ফলে সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব বাড়ছে ক্রমান্বয়ে। সেজন্য সন্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করুন ফোনে। তবে তারা যদি বারবার ফোনে বিরক্ত হন তাদের বন্ধুদের মাধ্যমেও সবকিছুর ধারণা পাবেন। এভাবে সন্তানের বন্ধুদের সঙ্গেও আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

সন্তানের বন্ধুদের মাঝেমধ্যে বাড়িতে বেড়াতে আসতে বলুন। এভাবে আপনার সন্তান বন্ধুদের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশার সুযোগ পাবে এবং আপনার পরিবারের সঙ্গে তাদের সংযোগ বাড়লে তা ইতিবাচকই হবে।জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে সন্তানের বন্ধুদের সঙ্গে পরিচয় থাকলে আপনি নিজেই যখন বলবেন তখন তা আপনার সন্তানের ভাবমূর্তি বন্ধুদের সামনে অনেক ভালো করবে। যখন সন্তানের বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়বে তখন কোন বন্ধু কেমন তা বুঝতে পারবেন।

ইবাংলা/জেএন/৩১ ডিসেম্বর, ২০২২

কয়েকটি বিষয় জেনে নিন