আগামী তিন দিনে কমতে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট

আগামী তিন দিনে (৭২ ঘণ্টা) হ্রাস পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা বলে জানিয়েছেন আবহাওয়া পূর্বাভাস। সেখানে বলা হয়েছে, দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়, সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদফতর থেকে আরও বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন অবস্থায় রয়েছে। আরেকটি লঘুচাপ অবস্থান করছে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায়, সেটিও গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে।

 (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments (0)
Add Comment