গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিনিধি,পঞ্চগড়

কনকনে বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জনপথ পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। গভীর রাতে হিমেল হাওয়ায় তীব্র শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এতে চরম বিপাকে পড়েছেন পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষজন। শীত উপেক্ষা করে কাজের জন্য ছুটছেন তারা।িআরও পড়ুন…জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৩৫

এ দিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তা ও অলিগলিতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের হাত রক্ষা পেতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে নিম্ন আয়ের মানুষজনকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

ঢাকা থেকে আসা মফিজার রহমান জানান, ঢাকা থেকে সকালে পঞ্চগড়ে পৌঁছেছি। এখানে এতো বেশি শীত যে গরম কাপড় পরে শীত মানছে না। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ইজিবাইকচালক সালাম জানান, ঘন কুয়াশা ও বাতাসের কারণে মানুষ বাইরে বের হচ্ছেন না। গাড়ি নিয়ে বসে আছি। যাত্রী নাই। আয়ও কমে গেছে। শহরের বানিয়াপাড়া মহল্লার মিলন জানান, এবার তো অনেক শীত পড়েছে। গরম কাপড় পরেও শীত মানছে না। তাই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

ইবাংলা/জেএন/৫ জানুয়ারি, ২০২৩

কুয়াশাজনজীবনবিপর্যস্ত