ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে।এই আয়োজনে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চ ভেঙে পড়ে।
আরও পড়ুন…নড়াইলে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরী-২০২৩ অনুষ্ঠিত
মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনার পরে ওবায়দুল কাদের ক্ষোভের সুরে বলেন,? নেতা উৎপাদনের এতো বড় কারখানা আমাদের দরকার নাই। স্টেজভর্তি নেতা থাকে, আমাদের স্মার্ট কর্মী দরকার।
তিনি বলেন, স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি বলবো, এইযে নেতাদের মঞ্চে ওঠা, এতো নেতা আমাদের দরকার নাই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের থেকে মঞ্চে লোক বেশি। কেন?
এক ভিডিওতে দেখা গেছে,কাদেরসহ এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
ইবাংলা/জেএন/৬ জানুয়ারি, ২০২৩