ফারদিন হত্যা মামলার: জামিন পেলেন বুশরা

নিজস্ব প্রতিবেদক

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় কারাগারে থাকা তার বন্ধু আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৮ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারিএ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহেসিন ইফতেখারের আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

এর আগে, গত ৫ জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয়পক্ষের শুনানি শেষে ওইদিন আদালত আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন।

গত ১৬ নভেম্বর বুশরার ৫ দিনের রিমান্ড শেষ হওয়ার পর জামিন আবেদন খারিজ হলে তাকে কারাগারে পাঠানো হয়। ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করার ২ দিন পর গত ১০ নভেম্বর বুশরাকে বনশ্রী থেকে গ্রেফতার করে পুলিশ।

নিখোঁজ হওয়ার প্রায় ৩ দিন পর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

ইবাংলা/জেএন/৮ জানুয়ারি, ২০২৩