চুক্তিভিত্তিক ফের আইজিপি আবদুল্লাহ আল-মামুন

নিজস্ব প্রতিবেদক

দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশ পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা প্রদান করা হলো।

সোমবার (৯ জানুয়ারি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে দেড় বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন…নাশকতার মামলায় জামিনে মুক্ত ফখরুল-আব্বাস

দেশের একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন আবদুল খালেক। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের সময় (১৯৭১) ১৭ এপ্রিল থেকে প্রথম আইজিপি হিসেবে তিনি ১৯৭৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পর থেকে আবদুল্লাহ আল-মামুন ৩১তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কোনো আইজিপিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি।

তবে বর্তমান সরকারের আমলে একাধিক আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সংবাদমাধ্যমেও এ বিষয় নিয়ে বেশ সংবাদ প্রকাশ হয়। কিন্তু শেষ পর্যন্ত কেউ নিয়োগ পাননি।

চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রথম আলোচনায় আসে একেএম শহীদুল হকের নাম। আইজিপি থাকা অবস্থায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য তার শুভাকাঙ্ক্ষী পুলিশ সদস্যরা সরকারের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে তদবির করেন। অবসরের শেষ দিকে নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে যায়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশনা আসেনি।

তার পরের আইজিপি ড. বেনজীর আহমেদের সময় চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বেশ লেখালেখি হয়। শেষ পর্যন্ত তিনিও নিয়োগ পাননি। এবার প্রথম চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন…গলায় ফাঁস দিয়ে সচিবের স্ত্রীর আত্মহত্যা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে গত বছরের ১ অক্টোবর দায়িত্ব দেওয়া হয়। তার বয়স অনুযায়ী চলতি বছরের ১১ জানুয়ারি তার সরকারি চাকরির মেয়াদ শেষ হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। ২০২১ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্বশান্তি রক্ষার জন্য অবদান রেখেছেন।

ইবাংলা/টিএইচকে

আইজিপিআল-মামুনচুক্তিতে