মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, সবচেয়ে বেশি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু বেশিরভাগ ম্যাচ হয় প্রতিদ্বন্দ্বিতাবিহীন, নিরস। মন্থর উইকেটে ব্যাটসম্যানরা রান তুলতে সংগ্রাম করেন, বোলারদের আসল সামর্থ্য বোঝা সম্ভব হয় না। যে কারণে বাংলাদেশেরই অনেক ক্রিকেটারকে আগে বলতে দেখা গেছে, ‘এখানকার উইকেট আমরাও বুঝি না।’
কারণ মিরপুরের উইকেটে ব্যাটাররা সুবিধা করত পারত না। শুধু যে বাংলাদেশের ব্যাটারদেরই এমন তা নয়, বিদেশি কোনো দল খেলতে এলে তাদেরও একই সমস্যায় পড়তে হতো। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দেখা গেল ভিন্ন চিত্র।
আরও পড়ুন…আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া
এবারের বিপিএল আসরে রান পাচ্ছে ব্যাটাররা। মিরপুর উইকেটে দলগুলোও ১৫০-২০০ রান করছে আবার প্রতিপক্ষ তা তাড়া করে ম্যাচে জয় পাওয়ার জন্য লড়াই করছে। সাধারণত মিরপুরের পিচে এতরান হওয়াটা অসাধারণ ব্যাপার। এ নিয়ে গতকাল বুধবার ইয়ামাহার এক অনুষ্ঠানে মিরপুরের উইকেটের প্রশংসা করেন সাকিব আল হাসান। তার আগে গত মঙ্গলবার মাশরাফিও উইকেটের প্রশংসা করেছিল।
ইয়ামাহার অনুষ্ঠানে উইকেট নিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এত বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’
এবারের বিপিএলে সব থেকে বেশি ছন্দে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন হূদয় বিপিএলের সবচেয়ে বেশি রান করার তালিকার শীর্ষে অবস্থান করছে। এছাড়া তার দলের সতীর্থ তরুণ ব্যাটার নাজমুল হাসান শান্ত-জাকির হাসানরাও পেয়েছেন রান।
তরুণ এ ব্যাটারদের নিয়ে সাকিব বলেন, ‘অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল (স্থানীয়) ব্যাটাররা ভালো ব্যাটিং করছে এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে।’
এ সময় ব্যাটাররা রান পাচ্ছে উল্লেখ করে সাকিব বলেন, ‘উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে ১০০ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হয়।’
এর আগে গত মঙ্গলবার ম্যাচ শেষে মিরপুরের উইকেটের প্রশংসা করে স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘উইকেট ভালো হলে ওদের (তরুণ ব্যাটার) জন্য খেলা সহজ হয়। এমনিতে উইকেট তো চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। এরকম উইকেট তো পাওয়া যায় না (মিরপুরে)। গত তিন দিন যে উইকেট আমরা দেখলাম, দারুণ উইকেট। এরকম উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে। উইকেট ভালো।’
আরও পড়ুন…ছিন্নমূল মানুষের মাঝে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ
সে সময় ম্যাশ আরো বলেন, ‘এই উইকেটে এবার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বোলারদের জন্য ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়তে থাকে যে, এখানে জায়গা দিলে (ব্যাটসম্যানকে), স্কিল না থাকলে সমস্যা হবে। এরকম উইকেটে খেলা হলে ভালো হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।’
ইবাংলা/জেএন/১২ জানুয়ারি, ২০২৩