অনুর্ধ্ব-১৬ ক্রিকেট এর নড়াইল জেলা দলের খেলোয়াড় নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়াম হতে অনুর্ধ্ব-১৬ নড়াইল জেলা ক্রিকেট দল খেলার জন্য চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। রোববার (১৫ জানুয়ারি) তারা চুয়াডাঙ্গার মাঠে কুষ্টিয়া জেলা দলের সাথে লড়বে।
যাত্রা শুরুর পূর্বে অনুর্ধ্ব-১৬ নড়াইল জেলা ক্রিকেট দল’র উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন জেলা ক্রিকেট কোচ (বিসিবি) মোঃ ইমরুল কায়েজ, জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ-পর্ষদ’র সেক্রেটারি আব্দুর রশিদ মন্নু সহ অনেকে। এ সময় একাধিক অভিভাবক ও খেলোয়াড় অভিযোগ করেন জেলা দল গঠনে খেলোয়াড় বাছাইয়ে অনিয়ম করা হয়েছে।
বাছাই কমিটি’র সদস্যদের মতামতের অবমূল্যায়ন করে ৩ জন খেলোয়াড় দলে ঢুকিয়েছেন বেসিক ক্রিকেট একাডেমি’র কোচ সৈয়দ মঞ্জুর তৌহিদ তুহিন। এ জন্য তার নেতৃত্বে খেলতে যেতে আপত্তি করে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট এর নড়াইল জেলা দলের খেলোয়াড়বৃন্দ। তারা জোরালো অভিযোগ তুলে খেলোয়াড় বাছাইতে দুর্নীতির বিষয়টি সকলের সামনে প্রকাশ্যে তুলে ধরে খলতে যেতে অপারগতা প্রকাশ করেন।
আরও পড়ুন…৭ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা
পরিস্থিতি ঘোলাটে হলে ভবিষ্যতে খেলোয়াড় নির্বাচনে আর এ রকম ভুল হবে না বলে সকলকে আশ্বস্থ করেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। তখন তারা খেলতে যেতে সম্মত হয়। জেলার লোহাগড়া উপজেলার ইয়ং ষ্টার ক্রিকেট একাডেমি’র কোচ আরমান মোল্যা ক্ষোভের সাথে বলেন, কিশোর খেলোয়াড়দের সাথে এ ধরনের পক্ষপাতমুলক আচরন করা ঠিক না।
এ ধরনের কাজ করলে খেলোয়াড়দের মন ভেঙ্গে যাবে। ভালো খেলোয়াড় তৈরি করা কঠিন হয়ে পড়বে। ভবিষ্যতে এ ধরনের দুর্নীত বন্ধের জোরালো দাবি জানান। জেলা ক্রিকেট কোচ (বিসিবি) মোঃ ইমরুল কায়েজ বলেন,কোমলমিত খেলোয়াড়দের সাথে এ ধরনের আচরন করা খুবই ঘৃনিত কাজ।
খেলোয়াড় বাছাইয়ে দুর্নীতি করা হলে খেলোয়াড়দের মন ভেঙ্গে যায়। টিমটাই মুখ থুবড়ে পড়ে। তারা খেলার শক্তি হারিয়ে ফেলে। তাছাড়া একটা জেলার দল দূর্বল হয়ে পড়ে। এতে সার্বিক ভাবে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হবে।
তাই ভবিষ্যতে এ ধরনের কাজ যাতে না হয়, সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বেসিক ক্রিকেট একাডেমি’র পরিচালক ও প্রশিক্ষক সৈয়দ মঞ্জুর তৌহিদ তুহিন বলেন,যথা নিয়মে খেলোয়াড় বাছাই করা হয়েছে।
আরও পড়ুন…যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তাদের মুখে দুর্নীতির কথা যায়না: প্রধানমন্ত্রী
কোন অনিয়ম হয়নি। তবে সামান্য ভুল হতে পারে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোন অভিযোগ না উঠে সে ব্যাপারে তিনি সজাগ থাকবেন বলে জানান। জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ-পর্ষদ’র সেক্রেটারি আব্দুর রশিদ মন্নু বলেন,কিছু অনিয়ম হয়েছে এটা সত্য। তবে সেটা কোন বড় ধরনের অপরাধ না। ভবিষ্যতে সবকিছু নিয়ম মেনেই করা হবে।
ইবাংলা/জেএন/১৪ জানুয়ারি, ২০২৩