দেশে একজনও ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহহীন-ভূমিহীনদের ঘর ও জমি দেওয়ার মাধ্যমে বহু মানুষের জীবন বদলে দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। এটিই আমাদের লক্ষ্য।

রোববার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

সৌজন্য সাক্ষাতে এসে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণের জন্য আশ্রয়ণ প্রকল্পে ৩৬টি ব্যাংক অনুদান হিসেবে ১১৩ কোটি ২৫ লাখ টাকা দেয়।সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

কেএম শাখাওয়াত মুন জানান, বিভিন্ন সময় অনুদান দেওয়ার জন্য ব্যাংকারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। যেকোনো দুযোর্গ-দুর্বিপাকে আমার বলতেও হয় না আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই চলে আসেন এবং সহযোগিতা করেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো কাজে বাধা আছে, বাধা থাকবেই। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ আর কিছু আন্তর্জাতিক বাধা বরাবরই আছে। এরপরও গত ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা দিয়েছি। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা সব চালু ছিল। বিশেষ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি আমরা গতিশীল রাখতে পেরেছি।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ঝড়ঝাপটা এখনও থেমে যায়নি। আমাদের রিজার্ভের ওপরও চাপ পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর পাল্টাপাল্টির স্যাংশনের ফলে এ অবস্থা হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই।

ইবাংলা/জেএন/১৫ জানুয়ারি, ২০২৩

একজনও ভূমিহীন থাকবে না