গুলশানে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ কারাগারে ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে গুলির ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন মনির আহমেদ ও মো. আরিফ হোসেন।

সোমবার (১৬ জানুয়ারি) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ঘটনায় অস্ত্রধারী মিন্টুসহ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে গুলশান থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। বাকি দুই আসামি হলেন মো. আরিফ হোসেন ও আরিফের ভগ্নিপতি মনির আহমেদ।

উল্লেখ্য, গত রোববার বিকালে গুলশান শপিং সেন্টারের নিচ তলার একটি দোকানে গুলির ঘটনা ঘটে। ওই শপিং সেন্টারে আলফা জেনারেল স্টোর নামের একটি দোকান থেকে আরিফ হোসেন ৭৫ হাজার টাকা বিকাশ করেন। দোকানের মালিক হাবিবুর রহমান আলিম টাকা চাইলে ওই ব্যক্তি জানান, তার কাছে এত নগদ টাকা নেই।

এ নিয়ে দুপুর থেকে বিতণ্ডা চলছিল। এ নিয়ে ঝামেলার জেরে বিকালে সেখানে উপস্থিত হয়ে ওয়াহিদ দোকানদারের ওপর চড়াও হন এবং এলোপাথাড়ি গুলি করার পর তিনি পাশের গ্লোরিয়া জিন্স ক্যাফেতে ঢুকে পড়েন।

জনতার ওপর এলোপাথাড়ি গুলিতে ভ্যানচালক আব্দুর রহিম মিয়া (৫০) এবং প্রাইভেট কার চালক মো. আমিনুল ইসলাম আহত হন। পরে রাতে গুলিবদ্ধ আমিনুল গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

ইবাংলা/জেএন/১৬ জানুয়ারি, ২০২৩

লীগসহ ৩ জন কারাগারে