শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘সৃজন’ এর ৪র্থ ধারা

জবি প্রতিনিধি

গত বৃহস্পতিবার, ১২ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ (২৬শে জানুয়ারি) এ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা, সাহিত্য ও সংস্কৃতি’ বিষয়ক দেয়ালিকা “সৃজন” এর ৪র্থ ধারার উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক, সৃজনের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, সকল বর্ষের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সৃজনের উদ্বোধনের সময় জবি উপচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, “সৃজন আধুনিক ভাষা ইনস্টিটিউটের খুব ভালো একটি উদ্যোগ”। পরবর্তী বছরগুলোতে আরো বড় পরিসরে সৃজনের ধারা প্রকাশ করার আশা ব্যক্ত করেন সৃজনের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।

“সৃজন” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের একটি “ভাষা ও সাহিত্য” বিষয়ক দেয়ালিকা। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক, সৃজনের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার এর হাত ধরে ২০১৯ সালের সরস্বতী পূজায়, সৃজন এর প্রথম যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালের সরস্বতী পূজায় সৃজনের দ্বিতীয় ধারা এবং ২০২২ সালের পহেলা বৈশাখে সৃজনের তৃতীয় ধারা প্রকাশিত হয়েছে।

এবছর ২০২৩ সালের সরস্বতী পূজায় সৃজনের ৪র্থ আখ্যান প্রকাশিত হয়। এই আখ্যানে বাংলার ঐতিহ্য নকশীকাঁথায় ভাষা ও সংস্কৃতি বিষয়ক লেখনী তুলে ধরা হয়েছে।এইবারের আখ্যান বাস্তবায়নে ছিলেন ৪র্থ, ৩য় ও ২য় বর্ষের শিক্ষার্থীরা। সৃজনের সাথে অংশগ্রহণ করতে পেরে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি আনন্দ ও সতস্ফুর্ততা প্রকাশ করছেন।

আগামী ১লা বৈশাখে আরও বড় পরিসরে ‘সৃজন’ প্রকাশ করার আশা ব্যক্ত করে সৃজনের স্বপ্নদ্রষ্টা আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন,” সৃজন আধুনিক ভাষা ইনস্টিটিউটের একটি ঐতিহ্য। আমার স্বপ্ন আমার কচিকাঁচা শিক্ষার্থীরা সৃজনের মাধ্যমে তাদের মেধাকে বিকশিত করুক। বাংলার সাহিত্য,সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার্থে সৃজন কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে সৃজন প্রকাশ করার স্বপ্ন রয়েছে।”

জবি আই.এম.এলসৃজন