ইবির অর্থনীতি বিভাগের পুনর্মিলনী পার্বণ ৪ঠা ফেব্রুয়ারি

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের পুনর্মিলনী উৎসব আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে ৯ শতাধিক শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করবেন।

বিভাগ সূত্রে জানা যায়, অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান’সহ ৩৩টি ব্যাচে শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মতো পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে প্রায় ১৪০০ জনের আয়োজন রাখা হয়েছে। যার মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথি’সহ ১২৩০ জন ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন প্রাঙ্গনে পিঠা উৎসব এবং সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুনর্মিলনী উৎসবের মূলপর্ব আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে আয়োজিত র‍্যালির মধ্য দিয়ে শুরু হবে। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অলোচনাসভা এবং সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া’সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।

পুনর্মিলনী উৎসবের সার্বিক বিষয়ে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উৎসবটির আয়োজন সম্পন্ন করেছে।

আরও পড়ুন…স্কুল মাঠের শহীদ মিনার ভেঙ্গে গ্রামীন ফোনের টাওয়ার নির্মান

আমরা এই বিষয়ে অ্যালামনাইদের থেকেও যথেষ্ট পরিমাণ সাহায্য পেয়েছি। এবারই প্রথম অর্থনীতি বিভাগের আয়োজনে কোন পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইবাংলা/ জেএন/ ২ ফেব্রুয়ারি , ২০২৩

পুনর্মিলনী পার্বণ ৪ঠা ফেব্রুয়ারি