ঢাকা বিভাগীয়’ সমাবেশ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নয়াপল্টনে ‘ঢাকা বিভাগীয়’ সমাবেশ করছে বিএনপি। শনিবার (৪ ফেব্রুয়ারি) (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট।

দেখা গেছে, বেলা ১০টার পর থেকে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতা-কর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বেলা ১১টার পর থেকে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।

বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মোড়ে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছে।

কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি একযোগে সারা দেশেই পালন করছে বিএনপি। সারাবাংলার প্রতিনিধিরা জানিয়েছেন, কুমিল্লা টাউনহল ময়দানে দুপুর ২টায় শুরু হয়েছে ‘কুমিল্লা বিভাগীয়’ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন…সংকটের সুযোগে বাজারে জাল নোট ছাড়তে চেয়েছিল তারা’

শনিবার দুপুর ২টায় রাজশাহী সোনা মসজিদ মোড়ে শুরু হয়েছে ‘রাজশাহী বিভাগীয়’ সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মন্ত্রী মির্জা আব্বাস।

খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে শনিবার দুপুর ২টায় শুরু হয়েছে ‘খুলনা বিভাগীয়’ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার দুপুর ২টায় বরিশাল জেলা স্কুল মাঠে শুরু হয়েছে ‘বরিশাল বিভাগীয়’ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় শুরু হয়েছে ‘চট্টগ্রাম বিভাগীয়’ সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার দুপুর ২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শুরু হয়েছে ‘ময়মনসিংহ বিভাগীয়’ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্ট্রার মাঠে দুপুর ২টায় শুরু হয়েছে ‘সিলেট বিভাগীয়’ সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান।

আরও পড়ুন…নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা বাংলাদেশের

শনিবার দুপুর ২টায় ফরিদপুর কমলাপুর হাইস্কুল মাঠে শুরু হয়েছে ‘ফরিদপুর বিভাগীয়’ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় শুরু হয়েছে ‘রংপুর বিভাগীয়’ সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

ইবাংলা/ জেএন/৪ ফেব্রুয়ারি , ২০২৩

সমাবেশ করছে বিএনপি